পেরুর সাবেক প্রেসিডেন্ট তলেদোকে ২০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় সোমবার এই রায় দেওয়া হয়।

আদালতের তদন্তে প্রমাণিত হয়েছে যে, তলেদো ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন। এই অর্থ তিনি একটি মহাসড়ক নির্মাণের কাজ ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে গ্রহণ করেছিলেন। রায় অনুযায়ী, তাকে ২০ বছর ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

শুনানির সময় ৭৮ বছর বয়সী তলেদো আদালতকে জানায় যে, তিনি ক্যানসারের রোগী এবং একটি বেসরকারি ক্লিনিকে যাওয়ার অনুমতি চান। তিনি বলেন, "মुझे সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন।"

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা তলেদো দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে তাকে গ্রেফতার করা হয়, পরে পেরুর প্রত্যর্পণের অনুরোধের পর ২০২২ সালে তাকে ফেরত পাঠানো হয়।

ওদেব্রেখত-সংশ্লিষ্ট এই মামলার মতো অনেক মামলা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে চলছে, যেখানে পেরু, পানামা এবং ইকুয়েডরের বেশ কিছু সরকারি কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি, কোম্পানিটি নাম পরিবর্তন করে নভোনর হিসেবে পরিচিতি লাভ করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪

Related Articles