দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত,১৭৯ নিহত, ২ জীবিত উদ্ধার
- by Maria Sultana
- December 29, 2024
- 30 views
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১৮১ জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও, শেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। মাত্র দুজন আরোহী জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের উড়োজাহাজটি। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানবন্দরের সীমানা প্রাচীরে ধাক্কা লাগে। এতে তৎক্ষণাৎ আগুন ধরে যায় বিমানে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলেও প্রাণহানির সংখ্যা ছিল বিপুল।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। উদ্ধারকারীরা জীবিত দুজনকে বের করতে সক্ষম হলেও বাকিদের রক্ষা করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় উদ্ধার অভিযান এখনও চলছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৯/১২/২০২৪