৪৮১ জনবল নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
- by Suma Akhter
- November 15, 2024
- 38 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩টি পদে ৪৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রাহীরা আগামী ৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
পদের বিবরণ:
চাকরির ধরন: স্থায়ী (তবে নির্বাচিত প্রার্থীদের এক বছর অন-প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশনে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স (প্রযোজ্য পদের ক্ষেত্রে) থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: দেশের যে কোনো স্থান।
বয়স: ১৭ নভেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
যেভাবে আবেদন: আগ্রহীরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: অনলাইন আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ৩৩৫ টাকা, ২-৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে। সূত্র: ইত্তেফাক/ স/হ/ন 15/11/2024