শাহরুখ ছেলের স্বার্থে দুবাই মাতালেন
- by Suma Akhter
- October 28, 2024
- 11 views
ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খানের নিজস্ব আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স যেমন রয়েছে, ঠিক তেমনিই স্ত্রী গৌরী খানের রমরমা ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসার নেপথ্যেও শাহরুখ নিজেই।
ইতোমধ্যেই বাবা-মায়ের পথে হেঁটে পোশাক সংস্থা খুলে ফেলেছেন আরিয়ান খান নিজেও। এবার ছেলের ব্যবসা চাঙ্গা করতেই নিজের তুখোড় স্ট্র্যাটেজি কাজে লাগালেন শাহরুখ খান। আর সেই শুরুটাই হলো নিজের ‘দ্বিতীয় ঘর’ দুবাই থেকে।
রবিবার (২৭ অক্টোবর) দুবাইয়ে ‘ডিয়াভল আফটার ডার্ক’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। যার মাধ্যমেই দুবাইতে ব্যবসা শুরু করলেন আরিয়ান। হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিয়াভল’র আনুষ্ঠানিক পথচলা শুরু হল মরুশহরে, যা শাহরুখের দ্বিতীয় বাড়িও বটে।
এদিন শাহরুখকে ধূসর রঙের টি-শার্ট ও প্যান্টের সঙ্গে নীল জ্যাকেট এবং কালো ডিয়াভল ক্যাপ পরে মঞ্চে দেখা গেল। ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘পাঠান’র জনপ্রিয় টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’-এ মঞ্চ মাতালেন বাদশা। হাজার হাজার ভক্তের সামনে দু-হাত খুলে নিজের সিগনেচার পোজও দিলেন।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সাদা টি-শার্ট পরে ভক্তদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ান খানকে। তার মা, ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান এবং বোন সুহানা খানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরিয়ানের পোশাকের আকাশছোঁয়া দাম নিয়ে চর্চার শেষ নেই। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে সেই টি-শার্টের দাম। এক-একটি টি-শার্টের দাম লক্ষাধিক টাকা। এদিকে অভিনেতা হিসেবে আরিয়ানকে পর্দায় দেখা না গেলেও পরিচালক আরিয়ানের কেরামতি দেখতে মুখিয়ে শাহরুখ ভক্তরা।
তিনি স্টারডমের শুটিং শেষ করেছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরেই এই সিরিজ। ববি দেওল, করণ জোহরের মতো বড় বড় নামেরা থাকবেন এই সিরিজে। তবে মুক্তির তারিখ বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম এখনও প্রকাশ্যে আসেনি। সূত্র: সমকাল/ স/হ/ন 258/10/2024