তৌহিদ আফ্রিদির বিয়ে: রাইসা নয়, রামিশা আল রিসা
- by Maria Sultana
- November 16, 2024
- 107 views
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। গত বুধবার আফ্রিদির বিয়ের খবর ব্যাপকভাবে শোনা যায়, এবং জানা যায়, তিনি রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন। তবে কিছুদিন পর রাইসা নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাসে জানান, তিনি আফ্রিদির সঙ্গে বিয়ে করেননি। রাইসা আরও বলেন, তিনি অনেক আগেই বিবাহিত এবং তার সঙ্গে আফ্রিদির বিয়ে হওয়ার কোনো প্রশ্নই নেই।
এদিকে, রাইসা তার ভুল বোঝাবুঝি সরিয়ে দিয়ে বলেন, আফ্রিদি আসলে তার যমজ বোন রামিশা আল রিসাকে বিয়ে করেছেন। রাইসা এবং রামিশার মুখমুখি চেহারা থাকার কারণে অনেকে রাইসাকে আফ্রিদির স্ত্রী হিসেবে ভেবেছিলেন, তবে তিনি আসলে আফ্রিদির শালিকা।
অন্যদিকে, তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, তৌহিদ আফ্রিদি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাঁর বিয়ের খবর নতুন করে আবারও শোনা গেলেও, তিনি এখনো এ নিয়ে মুখ খোলেননি। সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪