পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আরো স্বচ্ছ তদন্ত চান নিহতদের স্বজনরা

বিডিআর বিদ্রোহে ৫৭ অফিসার ও ১৭ সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন স্বজনরা। ছবি: ভিডিও থেকে নেয়া

বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যার বিচারের দাবি জানিয়ে ৩ দফা দাবি পেশ করেছেন নিহতদের স্বজনরা।
আজ শনিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে  ৩ দফা দাবি জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পায় বাঙালি, তেমনি শহীদ সেনাদের নামে ১৫ বছর ধরে হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান স্বজনরা।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হত্যাযজ্ঞে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

Related Articles