নানকের মোহাম্মদপুরের বাসায় সেনাবাহিনীর তল্লাশি
- by Ibrahim Akon
- August 22, 2024
- 68 views
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই অভিযান শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, তল্লাশির সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালানোর পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন, তবে রাত পৌনে ১২টার দিকে আবারও ফিরে আসেন।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরপরই তল্লাশি শুরু হয় এবং তারা দিনভর বিভিন্ন গাড়িতে বস্তাসহ নানা সামগ্রী স্থানান্তরের দৃশ্য দেখেছেন। তারা সন্দেহ করেন যে, সেসব বস্তায় অবৈধ কিছু থাকতে পারে। এজন্যই সেনাবাহিনীর সহযোগিতায় তল্লাশি করা হয়েছে।
তারা আরও জানান, তল্লাশির সময় কোনো আগ্নেয়াস্ত্র বা নগদ টাকা পাওয়া যায়নি, তবে নানকের বাড়ি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার্থীর ফলাফল বৃদ্ধির প্রমাণ এবং জমির দলিলসহ নানা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এসব দলিল অন্যের নামে করা হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) বিভিন্ন সামগ্রী, যেমন চাল, ডাল, তেল, ও মেয়াদোত্তীর্ণ ত্রাণ সামগ্রীও পাওয়া গেছে।
ঘড়ির খালি বক্স এবং কয়েকটি বিশেষভাবে তৈরি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া গেছে, যেগুলোতে নৌকা প্রতীক ও আওয়ামী লীগের পতাকা এবং ভেতরে "জয় বাংলা" লেখা ছিল।
ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর কবির নানক ধানমন্ডির একটি বাসায় বসবাস করলেও মাঝে মাঝে এই মোহাম্মদপুরের অ্যাপার্টমেন্টে আসতেন। তবে, গত ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে আসেননি। আনোয়ার আরও জানান, গত নির্বাচনের সময় ওই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল।