শেখ হাসিনার ব্রিটেনে আশ্রয় নিয়ে বিরোধ, বোনঝি টিউলিপ সিদ্দিকের অস্বস্তি
- by Ibrahim Akon
- August 21, 2024
- 158 views
টিউলিপ সিদ্দিক
শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে—প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় আশ্রয় নেবেন? ব্রিটেন, আমেরিকা, নাকি ইউরোপের কোনো অন্য দেশ? বিশেষ করে, লন্ডনে শেখ হাসিনার বোন রেহানার বাড়ি থাকায়, অনেকেই ধারণা করছিলেন যে হাসিনা সেখানে পাড়ি দেবেন। তবে, ব্রিটেনের একাংশের রাজনীতিকরা প্রকাশ্যে জানিয়েছেন যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিতে অনিচ্ছুক। এ ঘটনায় অস্বস্তিতে পড়েছেন হাসিনার বোনঝি, লেবার এমপি টিউলিপ সিদ্দিক।
বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হক স্পষ্টভাবে আপত্তি জানিয়েছেন হাসিনার ব্রিটেনে আশ্রয় নেয়ার বিষয়ে। হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার দিন রূপা নিজের এক্স হ্যান্ডলে মন্তব্য করেছিলেন, “যারা সমালোচনা সহ্য করতে পারে না, যারা সুষ্ঠু নির্বাচন করতে দেয় না, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, সেই স্বৈরাচারী শাসক বিদায় নিয়েছে। ভারতে লুকিয়ে রয়েছে। এই আতঙ্কের একনায়কতন্ত্রের শেষ হয়েছে, আমি খুবই খুশি।” রূপার মতোই, বিদেশমন্ত্রী ডেভিড ল্যামিও হাসিনার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন।
এই পরিস্থিতিতে রূপার এমন আচরণে অসন্তুষ্ট টিউলিপ সিদ্দিক। তিনি নিজের মাসি সম্পর্কে এমন মন্তব্য সহ্য করতে পারছেন না। উল্লেখ্য, ব্রিটেনে কমপক্ষে ৭০ হাজার বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই হাসিনাবিরোধী মনোভাব পোষণ করেন। এদের মধ্যে কিছু অংশ সরাসরি খালেদা জিয়ার সমর্থক। হাসিনার দেশ ছাড়ার পর, অনেকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উদযাপন করেছেন। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারও হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়ে দ্বিধান্বিত, কারণ তারা স্থানীয় বাংলাদেশিদের ক্ষোভ আরও বাড়াতে চায় না। তাই, রেহানা হয়তো নিজের মেয়ের কাছে ফিরতে পারবেন, কিন্তু দিদি হাসিনাকে কিয়ের স্টার্মারের সরকার আশ্রয় দিতে সম্মত হবে না বলেই ধারণা করা হচ্ছে।