মার্চে ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: এ বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে একই বছরের ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের আগে মস্কো সফর করবেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউরেশিয়া ডেইলি বুন্ডেস্ট্যাগের ডেপুটি রডেরিখ কিয়েসওয়েটারকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ। 
এতে বলা হয়, কিয়েসওয়েটার তার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে স্ট্রানা সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে পুতিনের সাক্ষাতের অধিক সম্ভাবনা রয়েছে... এছাড়া মার্চে পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠক নির্ধারিত হয়েছে। তবে পুতিনের সঙ্গে পশ্চিমা ব্লকের নেতাদের সাক্ষাতের বিরোধীতা করেন কিয়েসওয়েটার। 
প্রসঙ্গত ২০২৪ সালের নভেম্বর মাসে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের বিপরীতে ভূমিধস জয় পেয়েছেন ডনাল্ড ট্রাম্প। এ মাসের ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণ করবেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় প্রত্যাবর্তন বিশ্ব রাজনীতিতে উল্লেখযোগ্য বাঁক বদলের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প একদিনের মধ্যে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নবনির্বাচিত  আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে, তিনি থাকলে এ যুদ্ধই হতো না। তার এসব প্রতিশ্রুতির ভিত্তিতে ট্রাম্প-পুতিনের বৈঠক বিশ্ব রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ ঘটনা।

Related Articles