মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘দেবারা’: যুক্তরাষ্ট্রে দ্রুততম টিকিট বিক্রি
- by Maria Sultana
- September 17, 2024
- 65 views
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে নিয়ে দীর্ঘ বিরতির পর আবারও একটি নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। সিনেমাটির নাম ‘দেবারা’, যেখানে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে ‘দেবারা’ অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে। অ্যাকশনধর্মী এই ছবির ৪০ হাজার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে, যা প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কেও পেছনে ফেলেছে। ‘দেবারা’ যুক্তরাষ্ট্রে প্রাক-মুক্তির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রি করা প্রথম ভারতীয় সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।
তবে ট্রেলার মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাড়া না পেলেও জুনিয়র এনটিআর ছবির সাফল্য নিয়ে আশাবাদী। তিনি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির সাফল্য সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রশংসাও করেন, যিনি এই সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে তার অভিষেক করছেন। ‘দেবারা: পার্ট ১’ আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, আর দর্শক অপেক্ষায় আছে ছবিটি প্রেক্ষাগৃহে কেমন প্রতিক্রিয়া পায় তা দেখার। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/০৯/২০২৪