শীতে কুয়াশা এড়াতে ৩ বিমানবন্দরের ফ্লাইট সূচিতে পরিবর্তন

ছবি: সংগৃহীত

শীতের মওসুমে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী ফ্লাইটগুলোর অনেক সময় অন্য দেশে জরুরি অবতরণ করতে হয়, যা যাত্রীদের জন্য ভোগান্তির পাশাপাশি এয়ারলাইন্সগুলোকে ১০ হাজার ডলার (প্রায় ১২ লাখ টাকা) জরিমানা গুনতে বাধ্য করে। এ সমস্যা এড়াতে দেশের তিনটি বিমানবন্দরের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে।

বিমানবন্দরগুলো হলো: চট্টগ্রামের শাহ আমানত, সিলেট ওসমানী এবং কক্সবাজার বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শাহ আমানত বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে, সিলেট ওসমানী বিমানবন্দর সপ্তাহে তিন দিন খোলা থাকবে এবং কক্সবাজার বিমানবন্দর সকাল সোয়া ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ফ্লাইটের জন্য খোলা থাকবে।

এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের প্রধান এয়ার কমোডর জিয়াউল হক জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভারত ও মিয়ানমারে জরুরি অবতরণ করে বাংলাদেশসহ অন্যান্য দেশের ফ্লাইট। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং জরুরি অবতরণ ফি দিতে হয়।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানিয়েছেন, শীতকালীন পর্যটকদের সুবিধার জন্য নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি বিমানবন্দরগুলোর কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।  সূত্র: সমকাল /স/হ/ন ৩০/০৯/২০২৪

Related Articles