বন্যার্তদের তহবিল সংগ্রহে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে কানাডায়
- by Suma Akhter
- September 14, 2024
- 80 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে কানাডায় ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বন্যা পরবর্তী পুনর্বাসনে তহবিল গঠনে টরেন্টোর ড্যানফোর্থের বাংলাদেশ সেন্টারে মুক্তবুদ্ধি চর্চা সাংস্কৃতিক কর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক কর্মী আরিয়ান হকের সঞ্চালনায় দেশের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি তুষার গায়েন।
সঙ্গীত পরিবেশন করেন ফারহা নাযিয়া সামি, সোমা সাঈদ, রোমিও গোমেজ, রেহানা রহমান, অপূর্ব আজিম, দ্বৈপায়ন দাস ও ফারহানা শান্তা। তবলায় ছিলেন চিন্ময় কর। দিলারা নাহার বাবু, নাজমা কাজী ও মাহমুদুল ইসলাম সেলিম কবিতা আবৃত্তি করেন।
নৃত্যশিল্পী পারমিতা তিন্নি, নিঝুম রুপা ও নন্দিনী রুপা পাল নৃত্য পরিবেশন করেন। হৃদয়ে বাংলাদেশ ব্যানার করেছেন শ্যামল বসাক। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন গ্যারি খ্রিস্টোফার রোজারিও। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিল বিন খলিল, এলিনা মিতা ও কবি হোসনে আরা জেমি। সূত্র: সমকাল/ স/হ/ন 14/09/2024