আলিয়া-তৃপ্তির লড়াইয়ে বক্স অফিসে এগিয়ে তৃপ্তি!

ছবি: সংগৃহীত

বলিউডের দুই অভিনেত্রী আলিয়া ভাট ও তৃপ্তি দিমরির মধ্যে শুরু হয়েছে অঘোষিত প্রতিযোগিতা। একই দিনে মুক্তি পাওয়া দুটি ছবির কারণে এই লড়াইয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আলিয়া অভিনীত ‘জিগরা’ এবং তৃপ্তি ও রাজকুমার রাওয়ের ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে গতকাল।

বসন বালা পরিচালিত ‘জিগরা’ ভাইবোনের সম্পর্কের থ্রিলার হিসেবে পরিচিত, যেখানে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অপরদিকে, রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ একটি কমেডি ফিল্ম, যেখানে রাজকুমার রাওয়ের কমেডি দক্ষতা আগের সফল কাজগুলোতে প্রমাণিত।

প্রথম দিনে বক্স অফিসে ‘জিগরা’ আয় করেছে ৪ কোটি ২৫ লাখ রুপি, যা কিছুটা কমেছে পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায়। অন্যদিকে, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ৫ কোটি ২০ লাখ রুপি আয় করেছে, যদিও সমালোচকদের কাছ থেকে সেই ছবিটি বিশেষ প্রশংসা পায়নি।

সুতরাং, মুক্তির প্রথম দিনে আলিয়া ভাটের চেয়ে তৃপ্তি দিমরি এগিয়ে আছেন বলে মনে হচ্ছে, তবে পরবর্তী দিনগুলোতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।  সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১০/২০২৪

Related Articles