শীর্ষে আর্জেন্টিনা, সেরা বিশে নেই ব্রাজিল

ছবি: সংগৃহীত

২০২০ সাল থেকে শুরু হওয়া এই দশক আর্জেন্টিনার জন্য একটি সৌভাগ্যের সময় হয়ে উঠেছে। করোনাভাইরাসের পর ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে সাফল্যের স্বাদ পায়। এরপর তারা কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় লিওনেল মেসির নেতৃত্বে এবং আবারও কোপা শিরোপা জয় করে। যখন আর্জেন্টিনা ফুটবলে সাফল্য পাচ্ছে, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কঠিন সময় পার করছে।

এই দশকে ফুটবল বিশ্বে অনেক পরিবর্তন ঘটেছে। কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ও পেলে বিদায় নিয়েছেন, এবং মেসি বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন।

২০২০ সালের পর থেকে, ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা সবচেয়ে বেশি ৪৮টি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। তাদের পরেই রয়েছে মরক্কো, যারা ৬৪ ম্যাচে ৪৫টি জয় পেয়েছে, এবং পর্তুগাল, যারা ৬০ ম্যাচে ৪১টি জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আশ্চর্যজনকভাবে, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া এই তালিকার সেরা দশে স্থান পায়নি। ব্রাজিল ৫২ ম্যাচ খেলে ৩৩টি জয় নিয়ে ২১ নম্বরে অবস্থান করছে, আর জার্মানি ৫৮ ম্যাচে ২৮টি জয় নিয়ে ৩২ নম্বরে রয়েছে।  সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles