আওয়ামী লীগ আরও বিপাকে, নেতাকর্মীরা আতঙ্কিত
- by Maria Sultana
- November 13, 2024
- 20 views
ছবি: সংগৃহীত
৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক সমস্যার মুখে পড়েছেন। বেশিরভাগ নেতা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। হাসিনার ফোনালাপ এবং নেতাদের গোপন বিবৃতি ও ভিডিও বার্তা তৃণমূল নেতাকর্মীদের আরও বিপাকে ফেলেছে।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হলেও তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় নেতাকর্মীরা নতুন বিপদের সম্মুখীন হয়েছেন। হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়ানো গুজবের কারণে অনেকেই বিপাকের মধ্যে পড়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি বিএনপি ও অন্যান্য দলগুলোর নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতাকর্মীদের টার্গেট করছে। সম্প্রতি একটি অডিও কল থেকে জানা যায়, শেখ হাসিনা নেতাকর্মীদের নূর হোসেন দিবসে মাঠে নামার নির্দেশ দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে অংশ নেওয়ার কথা বলেন।
এ সব ঘটনার পর, ১০ নভেম্বর থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অথবা গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১১/২০২৪