কানাডায় একমঞ্চে পারফর্ম করবে দুই প্রজন্মের ব্যান্ড তারকারা

ছবি: সংগৃহীত

কানাডায় একমঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন দুই প্রজন্মের ব্যান্ড তারকারা। যেখানে একসঙ্গে গাইতে দেখা যাবে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা উইনিং ব্যান্ডের নন্দিত কণ্ঠশিল্পী জামান আলী চন্দন, ওয়ারফেজ তারকা বাবনা করিম, কণ্ঠশিল্পী রাজীব ও দেশের এই সময়ের আলোচিত ব্যান্ড শূন্যর সদস্যদের। তাদের নিয়ে ‘নস্টালজিয়া আনপ্লাগড’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করেছে সাউন্ড অব মিউজিক। 

আগামী ১ ডিসেম্বর কানাডার অন্টারিওর এনা পার্কের পিপলস থিয়েটার ফর পারফরমিং আর্টসে অনুষ্ঠিত হবে কনসার্টটি। উইনিং ব্যান্ডের শিল্পী চন্দন জানিয়েছেন, হারিয়ে যাওয়া এক সুরেলা সময়কে নতুনভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। সেখানে আনপ্লাগড ভার্সনে শোনাবেন তাদের বেশকিছু কালজয়ী গান। একই রকম ইচ্ছা প্রকাশ করেছেন এই আয়োজনের অন্যান্য শিল্পীরা।  

 শূন্য ব্যান্ডের সদস্যদের কথায়, যাদের গান মুগ্ধতা নিয়ে তাদের বেড়ে ওঠা, সংগীত জগতে পা রাখার বাসনা লালন করা, সেইসব ব্যান্ড তারকাদের সঙ্গে বিদেশের মাটিতে একসঙ্গে পারফর্ম করতে পারা অন্যরকম ভালো লাগার। তাই চেষ্টা থাকবে, এই আয়োজনে নিজেদের সেরাটা তুলে ধরার।

এদিকে কিছুদিন আগে দেশের বানভাসি মানুষের সাহায্যের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছিল বাংলাদেশি আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা। আয়োজন করেছিল ফেসবুক লাইভ কনসার্টের। যার সুবাদে অনেক দিন পর দর্শক সুযোগ পেয়েছিল উইনিং ব্যান্ডের চন্দনের গান শোনার।

একই সঙ্গে এই আয়োজনে অংশ নিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির, কণ্ঠশিল্পী আনিলা ওয়ারফেজ ব্যান্ডের বেস গিটারিস্ট ও কণ্ঠশিল্পী বাবনা করিম, ইন ঢাকা ব্যান্ডের শিল্পী তুষার, এটিএক্স-গ্যাপ-এর পিয়াল ও রাজিব এবং দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ ও শূন্যসহ আরও কয়েকটি ব্যান্ড ও তরুণ শিল্পী। 

এ আয়োজনের সঞ্চালনায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে রাজীব রাসেল, কানাডার টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি অংশ নিয়েছিলেন।

যেখানে গানে গানে মানবিক সহায়তার সবাইকে আহ্বান জানানো হয়েছিল। পরবর্তীতে সেই কনসার্ট থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হয়েছিল দেশের বন্যাকবলিত মানুষদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তায়। সূত্র: সমকাল/ 04/10/2024 

Related Articles