রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- by Maria Sultana
- November 14, 2024
- 17 views
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচে অবস্থান করলেও, ৪৪তম স্থানে থাকা ভেনেজুয়েলা বিশ্বকাপে কখনোই খেলার সুযোগ পায়নি। তাই তুলনামূলকভাবে ভেনেজুয়েলাকে দুর্বল প্রতিপক্ষ ধরা হলেও, ম্যাচের আগে সতর্ক ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি মনে করেন, বর্তমান ফুটবলে ছোট দলগুলোর সঙ্গে বড় দলের পার্থক্য কমে এসেছে।
দরিভাল বলেছেন, "ম্যাচটা সহজ হবে না। ফুটবলে বৈশ্বিক ক্রম বদলেছে। দক্ষিণ আমেরিকায় ছোট দলগুলোও অনেক উন্নতি করেছে। বেশিরভাগ খেলোয়াড়ই বিভিন্ন দেশে খেলছে, যা আগে দেখা যেত না। ফলে শীর্ষ দলের উন্নতির সীমা থাকলেও, নিচের সারির দলগুলো বড় পদক্ষেপ নিচ্ছে, এতে ম্যাচগুলোও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।”
গত মাসে পেরু ও চিলিকে হারালেও, প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে হারের অভিজ্ঞতা দরিভালকে আরও সতর্ক করেছে। ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য শীর্ষ ৬ দলের মধ্যে থাকা জরুরি। ব্রাজিল বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্ট। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/১১/২০২৪