কানাডায় ওয়ার্ক পারমিটের নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিপাকে

ছবি: সংগৃহীত

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব সংস্থা (আইআরসিসি) ১ নভেম্বর থেকে পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) প্রক্রিয়ার নতুন নিয়ম চালু করেছে, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। বিশেষ করে কলেজ স্নাতকদের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 

দ্য টরন্টো স্টারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ১ লাখ ৫ হাজার শিক্ষার্থী পিজিডব্লিউপি পেয়েছেন। তবে নতুন নিয়মের আওতায় ৬৭,০০০ শিক্ষার্থী, যারা নির্দিষ্ট ক্ষেত্রের বাইরে পড়াশোনা করেছেন, তারা আর যোগ্যতা অর্জন করবেন না। বিজনেস স্টাডিজ এবং অন্যান্য জনপ্রিয় বিষয়ের স্নাতকদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। 

আইআরসিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা তিন বছরের ওয়ার্ক পারমিট পেতে যোগ্য থাকবেন, তবে কলেজ স্নাতকদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোগ্রামের তালিকা অনুসরণ করতে হবে। নতুন তালিকায় স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), কৃষি, স্বাস্থ্যসেবা, স্কিলড ট্রেড এবং পরিবহন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্যুরিজম, হসপিটালিটি এবং বিজনেস স্টাডিজের মতো জনপ্রিয় ক্ষেত্রগুলো তালিকার বাইরে রয়েছে। 

যেসব শিক্ষার্থী ১ নভেম্বরের আগে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন, তারা পুরনো নিয়মের আওতায় থাকবেন। কিন্তু পরবর্তী সময়ে আবেদনকারীদের নতুন নিয়ম মানতে হবে। 

এই পরিবর্তনে অনেক শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা নতুন নিয়মের আওতায় পড়াশোনার বিষয়ের কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন, তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪ 

Related Articles