গাজায় ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর, হামাসের তিন নারী জিম্মি মুক্তি

ছবি: সংগৃহীত

১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনের পর গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনি সময় বেলা সোয়া ১১টা এবং বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির আওতায় প্রথম দিনই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিনজন নারী জিম্মিকে মুক্তি দেবে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ওই তিনজনকে স্থানীয় সময় বিকাল ৪টার পর মুক্তি দেওয়া হবে। এছাড়া আরও চারজন নারী জিম্মিকে পরবর্তী সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় সপ্তাহে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরত পাঠানো হবে। এ সময় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে, যার মধ্যে ৫০টি ট্রাকে থাকবে জ্বালানি এবং ৩০০ ট্রাক উত্তর গাজার জন্য বরাদ্দ থাকবে।

যুদ্ধবিরতি চুক্তিটি গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় সম্পাদিত হয়। যদিও এটি কার্যকর হওয়ার কথা ছিল রোববার সকাল সাড়ে ৮টায়, ইসরাইলি প্রধানমন্ত্রী ঘোষণা দেন, হামাস মুক্তি প্রাপকদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। পরবর্তীতে হামাস তালিকা প্রকাশ করলে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় স্থানীয় সময় বেলা সোয়া ১১টায়।

এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার আশা করা হচ্ছে, যেখানে মানবিক সহায়তা এবং বন্দি বিনিময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  সূত্র:যুগান্তর /স/হ/ন ১৯/০১/২০২৫

Related Articles