সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, দিনের তাপমাত্রা কমতে পারে
- by Maria Sultana
- October 9, 2024
- 40 views
ছবি: সংগৃহীত
আজ দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নেই।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি ভারি বর্ষণও হতে পারে।
আগামী ৫ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে পারে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১০/২০২৪