চঞ্চল চৌধুরীর পতন: ‘পদাতিক’ সুপার ফ্লপ, ভক্তরা এড়িয়ে চলছেন
- by Maria Sultana
- October 7, 2024
- 56 views
ছবি: সংগৃহীত
চঞ্চল চৌধুরীর জন্য দিনগুলি ভালো কাটছে না। ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। আওয়ামী সরকারের তোষামোদি এবং ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার কারণে তার ভক্তরা তাকে এড়িয়ে চলছেন। গত জুলাই-আগস্ট থেকে তিনি তেমন কোনো কাজেও দেখা যাচ্ছেন না।
পিছিয়ে পড়ার এই ধারাবাহিকতায়, গত মাসে ভারতে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘পদাতিক’ও সুপার ফ্লপ হয়েছে। সিনেমাটি নিয়ে প্রচারে অংশ নেননি চঞ্চল, এবং মুক্তির জন্য ভারতে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির এই বায়োপিক, যার ফার্স্টলুক শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন, বক্স অফিসে সাফল্য পায়নি।
বাংলাদেশ ও কলকাতায় চঞ্চলের জনপ্রিয়তা ছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তার জনপ্রিয়তা কমে গেছে। গণঅভ্যুত্থানের পর নির্মাতারা চঞ্চলকে নিয়ে কাজ করতে দ্বিধায় পড়ছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৭/১০/২০২৪