ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূলে আঘাত হানার আশঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে রূপ নিয়েছে, যা শনিবার বিকেলে ভারতের তামিলনাড়ুর পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। এনটিডিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল কারাইকাল ও মামাল্লাপুরম অঞ্চলের মধ্য দিয়ে তামিলনাড়ুর উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় চলাকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। শুক্রবার আইএমডি জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি দুপুর আড়াইটার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তখন এটি পুদুচেরি থেকে ২৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রাম চন্দ্রন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এছাড়া তামিলনাড়ুর পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্র: সমকাল /স/হ/ন ৩০/১১/২০২৪

Related Articles