ধ্বংসাত্মক মানসিকতা সভ্যতাকে ঝুঁকিতে ফেলছে: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে আমাদের ধ্বংসাত্মক মানসিকতা, এমন মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটে উদ্বোধনী ভাষণে তিনি বিলাসী জীবনাচরণ পরিহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তিনি জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ এবং অপচয়মুক্ত পৃথিবী গড়ার তাগিদ দেন। 

ড. ইউনূস বলেন, নতুন সভ্যতার ভিত্তি স্থাপনে বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুবশক্তির ব্যবহার জরুরি। 

এর আগে, তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দক্ষিণ এশিয়ার সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তিনি পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। 

তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ৫৭ বাংলাদেশী বন্দি মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদও জানান। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১১/২০২৪  

Related Articles