ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে আট অভিবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সময় একটি নৌকা ডুবে আট অভিবাসী মারা গেছেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসার চেষ্টা করছিলেন তারা। এর আগে, গত দুই সপ্তাহে ছয় শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ মোট ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল চ্যানেলে।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে পাস-দে-ক্যালাইসের বোলোন-সুর-মেরের উত্তরে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। উদ্ধারকারীরা নৌকাটির অবস্থান সম্পর্কে সতর্ক করেছিলেন, তবে উপকূল ত্যাগ করার পরেই নৌকাটি ডুবতে শুরু করে।

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি অ্যাম্বলেটিউস শহরের সৈকতের দিকে যাচ্ছিল। উদ্ধারকারী দল সমুদ্র থেকে সাহায্য করতে পারেনি। সমুদ্র সৈকতের জরুরি পরিষেবাগুলো আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বোলোন-সুর-মের পাবলিক প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, নৌকাডুবির ঘটনায় মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ফরাসি কর্তৃপক্ষ তদন্তের দায়িত্বে রয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/০৯/২০২৪ 

Related Articles