ছেলের জন্য আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে: তনি
- by Maria Sultana
- October 8, 2024
- 84 views
ছবি: সংগৃহীত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার ফেসবুকে তনি বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তিনি এখন জীবনসঙ্কটের মধ্যে রয়েছেন, কারণ তার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ। অসুখের বিস্তারিত উল্লেখ না করলেও, তিনি জানিয়েছেন যে, স্বামী কিছুটা স্থিতিশীল হলে তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্য একটি ফেসবুক পোস্টে তনি লিখেছেন, “আমি তাকে হারাতে চাই না। আল্লাহর রহমতের আশায় আমি সব কিছু করব। দোয়া করবেন যেন আমার স্বামী বাঁচে।”
এদিকে, তনির এই কঠিন সময়ে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা জানাচ্ছেন। ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিচালক চয়নিকা চৌধুরী, উপস্থাপক শাহরিয়ার জয়, এবং অভিনেত্রী মনিরা মিঠু তার জন্য সহানুভূতি ও প্রার্থনা জানিয়েছেন।