যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে হামাসের বার্তা
- by Maria Sultana
- November 16, 2024
- 34 views
ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস প্রস্তুতির কথা জানিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম শুক্রবার এএফপিকে বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব আসলে এবং ইসরায়েল তা মেনে নিলে, তারা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।
তারা মার্কিন প্রশাসন ও ট্রাম্পকে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে চাপ দেওয়ার জন্য আহ্বান জানায়। এদিকে, কাতার গাজা যুদ্ধের বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনায় মধ্যস্থতার চেষ্টা স্থগিত করেছে, কারণ তারা এক বছরের বেশি সময় ধরে কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারেনি। হামাসের ঘোষণা দেওয়ার পর, ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে, যেখানে বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির মাটি ও টুকরো খুঁজে পাচ্ছিলেন। সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪