গাজীপুরে বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট সৃষ্টি

ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতন না পেয়ে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি, এবং কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। 

শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গাজীপুর শিল্প পুলিশ বলছে, বেতন সংক্রান্ত সমস্যাটি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।  সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১১/২০২৪  

Related Articles