র্যাবের নাম, লোগো ও পোশাক পরিবর্তনের উদ্যোগ
- by Maria Sultana
- November 14, 2024
- 22 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিজেকে সংস্কার এবং নতুন রূপে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছে। প্রায় দুই দশক ধরে পুলিশ অধ্যাদেশের আওতায় পরিচালিত হয়ে আসা এই বাহিনীটির নাম, লোগো এবং পোশাক পরিবর্তনসহ তাদের কার্যক্রমকে সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে। এই নতুন আইনে বাহিনীর প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম, নিয়োগ, পদায়ন এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট বিধান থাকবে।
অন্যদিকে, মানবাধিকার সংস্থা ও কর্মীরা র্যাবের বিলুপ্তির দাবিতে সরব হয়েছেন। তারা মনে করেন, বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যা তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না এবং মানবাধিকারকর্মী নূর খান লিটন র্যাব বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন। তবে কিছু বিশেষজ্ঞের মতে, র্যাবকে বিলুপ্ত না করে আইন কাঠামোর মধ্যে রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করা হলে তা জনস্বার্থে ভালো হবে।
সম্প্রতি গঠন করা গুমসংক্রান্ত কমিশন বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ অনুসন্ধান করছে, যার মধ্যে র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে। র্যাবের লিগাল মিডিয়া উইং জানিয়েছে, বাহিনীটির কার্যক্রমে সংস্কার এবং নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যা তাদের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সহায়তা করবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/১১/২০২৪