জঙ্গিবাদ ইস্যুতে সরকারের পদত্যাগ দাবি ইনসানিয়াতের
- by Maria Sultana
- October 12, 2024
- 103 views
ছবি: সংগৃহীত
দেশে জঙ্গিবাদ ও সংকটময় পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে দলটি বিক্ষোভ মিছিল করে।
সমাবেশে লিখিত বক্তব্যে দলের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, "দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে। জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনজীবনের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ জরুরি।" তিনি আরও বলেন, "আল্লাহ ও তার রাসুল (সা.) সব মানুষের সমান অধিকারের কথা বলেছেন, অথচ এক শ্রেণি রাষ্ট্রকে স্বৈরতন্ত্রে পরিণত করে মানবতার অধিকার লঙ্ঘন করছে।"
দলের মহাসচিব শেখ রায়হান রাহবারসহ অন্যান্য নেতারা—আবু আরেফ সরতাজ, এমদাদুল হক সাইফ, সুফি আহমেদ শাহ, হাফেজ ইলিয়াস—এ সমাবেশে বক্তৃতা দেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪