চবি শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা, ৫ আহত
- by Maria Sultana
- October 21, 2024
- 58 views
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে, যা সোমবার সকালে ঘটে। হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় যুবলীগ নেতা মো. হানিফ ও তার ভাই মো. ইকবালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশনের একটি দোকান ভাঙচুর করে। হানিফ দাবি করেন, দোকানটি তার। হামলার সময় তারা জিরো পয়েন্টে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করে।
প্রায় দেড়শো শিক্ষার্থী জড়ো হলে ভোর ৬টার দিকে তারা একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে রেলক্রসিংয়ের দিকে অগ্রসর হয়। পথে হানিফের ওয়াইফাই ব্যবসার দোকানে ভাঙচুর চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রেলক্রসিংয়ে পৌঁছানোর পর পুলিশ সদস্যরা উপস্থিত হন। এ সময় যুবলীগ-ছাত্রলীগের ৩০-৪০ জন সদস্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যার ফলে ৫ জন আহত হন।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইয়াসিন আরাফাত, আরবি বিভাগের নাজমুল হাসান, লোকপ্রশাসন বিভাগের মোনায়েম শরীফ, ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল নোমান ও মুজাহিদুল ইসলাম।
জানা গেছে, যুবলীগ নেতা হানিফের বিরুদ্ধে পূর্বে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার জন্য পরিচিত। স্টেশনের দোকান মালিক শাহিনের ফোনে যোগাযোগ করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত হানিফের প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে একটি সমন্বয় টিম গঠনের পরিকল্পনা রয়েছে, এবং আজকের মধ্যে এ বিষয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২১/১০/২০২৪