বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন
- by Maria Sultana
- September 14, 2024
- 71 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন যে, তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে চারবারের বাফুফে সভাপতি বলেন, "আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।"
কাজী সালাউদ্দিনের অধীনে দেশের ফুটবলে আশানুরূপ উন্নয়ন না হওয়া এবং দুর্নীতির অভিযোগে ফুটবল সমর্থকদের একটি অংশ দীর্ঘদিন ধরেই তার পদত্যাগ দাবি করে আসছিল। বিশেষ করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয়। বাফুফে কার্যালয়ে ফুটবল সমর্থকদের কয়েকটি সংগঠন নানা কর্মসূচিও পালন করেছিল। তখন সালাউদ্দিন জানিয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন না, বরং পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে আগেভাগে সিদ্ধান্ত জানানো প্রসঙ্গে তিনি বলেন, "কোনো বিভ্রান্তি এড়ানোর জন্যই আগেই ঘোষণা দিয়েছি।"
উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার বাফুফের সভাপতির পদে আসীন হন সালাউদ্দিন এবং নানা বিতর্ক সত্ত্বেও টানা চার মেয়াদ সেই পদে দায়িত্ব পালন করেছেন। বিদায়ের ঘোষণা দেওয়ার সময় সালাউদ্দিন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনাদের সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে বোঝাপড়া, ভুল-বোঝাবুঝি হয়েছে, যা চলার পথে স্বাভাবিক। আমি কোনো কিছু মনে রাখব না, আশা করি আপনারাও রাখবেন না।"সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/০৯/২০২৪
4o