নিজ্জর হত্যা: কানাডা-ভারত সম্পর্ক তলানিতে
- by Maria Sultana
- October 16, 2024
- 76 views
ছবি: সংগৃহীত
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার পর কানাডা-ভারত সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। কানাডা সরকারের অভিযোগ, ভারতীয় প্রতিনিধিরা দেশটিতে এমন কর্মকাণ্ডে জড়িত, যা নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি। এই অভিযোগের জেরে দুই দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।
যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক উত্তেজনার মধ্যে মুখ খুলে ভারতকে কানাডার অভিযোগ গুরুত্বসহকারে নিতে আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, কানাডার অভিযোগগুলো গুরুতর এবং ভারতের উচিত কানাডার সঙ্গে সহযোগিতা করা।
নিজ্জর হত্যার পর ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে সন্দেহের তীরে আক্রমণ করেন, যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়। ভারত সরকার কানাডার কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছে এবং এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে দাবি করেছে।
নিজ্জর ২০২৩ সালে কানাডায় নিহত হন, তিনি 'খালিস্তান' নামে একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে ছিলেন। ট্রুডো হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ তুললেও ভারত সরকার তা বরাবরই অস্বীকার করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪