বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় ‘ডানা’তে রূপান্তরিত হতে পারে
- by Maria Sultana
- October 22, 2024
- 82 views
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রোববার সন্ধ্যায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা মঙ্গলবার সকালে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, এটি বুধবার ঘূর্ণিঝড় ‘ডানা’-তে পরিণত হতে পারে, যার অর্থ কাতারে ‘বিগ পার্ল’ বা বড় মুক্তা।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিম্নচাপটি আজ সকালে চট্টগ্রাম বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়া বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নিম্নচাপের পর এটি গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে আরও একদিন সময় লাগবে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে উপকূলীয় এলাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার টানা বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরও সতর্ক করেছে যে, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকালে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে, এ সময় বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৬ কিলোমিটার হতে পারে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪