মালয়েশিয়া বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে মিজানুর রহমান আজহারী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করার ঘটনাটি একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। সূত্রমতে, শুক্রবার (১১ অক্টোবর) তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে, এখন পর্যন্ত কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা জানা যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে পূর্বের সরকারের সময় থেকে একটি অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন রয়েছে। তবে তাকে আটক করা হয়নি এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা নিশ্চিত করা হয়নি।

মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেন জানিয়েছেন, বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাকে আটক করার খবরটি সঠিক নয়। এদিকে, আজহারী নিজেই তার ফেসবুক পেইজে দেশে দীর্ঘ সময় অবস্থান না করলেও শিগগিরই ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles