মেসির জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি তার নান্দনিক খেলার মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন। তার ক্যারিয়ারের ট্রফি সংগ্রহ এবং অর্জনের ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ—তিনি সম্ভাব্য প্রায় সব পুরস্কারই জিতেছেন, যার মধ্যে ব্যালন ডি’অর রয়েছে আটবার। এমন একজন খেলোয়াড়ের ভক্ত না থাকা জায়গা খুঁজে পাওয়া কঠিন, তাই প্রতিপক্ষের মাঠেও মেসির সমর্থকরা প্রায়শই তাকে উৎসাহ দিতে দেখা যায়। এই বিষয়টি আর্জেন্টিনা দলকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে। 

কিন্তু, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই মেসি-সমর্থন নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্যারাগুয়ে। ১৫ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্থানীয় দর্শকদের মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরা নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা প্যারাগুয়ে বা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে স্বাগতিক গ্যালারিতে প্রবেশের অনুমতি দেব না। যারা প্রতিপক্ষ দলের জার্সি পরে আসবেন, তাদের ওই স্থানে থাকতে দেওয়া হবে না।"

অনেকে ধারণা করছেন, প্যারাগুয়ে মূলত মেসির প্রতি বিশাল সমর্থনকে দমিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ফুটবল সংবাদমাধ্যম 'গোল ডটকম' একে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। ভিলাসবোয়া এ নিয়ে বলেন, "যেসব জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও অনুমতি দেওয়া হবে না।"

প্যারাগুয়ের এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে, "এটা কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, বরং ঘরের মাঠে স্বাগতিকদের জন্য একটি সুবিধা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ।" এমন নিষেধাজ্ঞা অবশ্য মেসির জন্য নতুন নয়; এর আগে গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে ন্যাশভিলেও কিছু নির্দিষ্ট গ্যালারি অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করা হয়েছিল।  সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১১/২০২৪  

Related Articles