ভারতের দুর্গাপূজায় পরীমনির 'ফেলুবক্সী' পোস্টার
- by Maria Sultana
- October 13, 2024
- 78 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মতো ভারতেও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের প্রাণের এই উৎসবে মেতে উঠেছেন। পূজামণ্ডপে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা উৎসবকে স্বাগত জানানোর পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে বহু পর্যটককে আকর্ষণ করছেন।
এবার পশ্চিমবঙ্গে দুর্গোৎসবে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয়। যদিও তিনি বাস্তবে সেখানে নেই, তবে কলকাতার কয়েকটি পূজামণ্ডপে শোভা পাচ্ছে তার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। পরীমনি সামাজিকমাধ্যমে এই খবর শেয়ার করে জানান, কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে তিনি খুব আনন্দিত।
দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় পরীমনি ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন টালিউডের সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় সোহম নাম ভূমিকায় অভিনয় করেছেন এবং মধুমিতা ‘দেবযানী’ চরিত্রে রয়েছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। পূজার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১০/২০২৪