রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণ ও হত্যা: পুলিশি তদন্তের দাবি, পরিচয় অজানা
- by Maria Sultana
- September 8, 2024
- 141 views
ছবি- সংগৃহীত
রাজশাহীতে একটি মিছিল থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করার অভিযোগ উঠেছে, যার পর তার লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছে এবং অভিযুক্ত দুই তরুণকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে।
তবে, ঘটনার শিকার ছাত্রীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশও জানিয়েছে যে গত ৫ আগস্ট এমন কোনো ঘটনার অভিযোগ তারা পায়নি এবং কোনো অভিভাবকও থানায় এমন কোনো ঘটনা জানায়নি। এছাড়াও থানায় এ ব্যাপারে কোনো জিডিও হয়নি।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটককৃত দুই তরুণের নাম মো. সনি এবং মো. কটা। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ থাকলেও, তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন যে, মারের চোটে তারা স্বীকারোক্তি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, এই দুজন ছাত্রলীগের কর্মী এবং ৫ আগস্টের ঘটনার সাথে জড়িত ছিলেন। আটক হওয়ার পর, তাদের হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে শিক্ষার্থীরা প্রথমে তাদের চিকিৎসায় বাধা দেন। পরবর্তীতে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার তাদের বোঝানোর পর তারা সম্মতি দেন।
এদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা সনিকে আটক করেন এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কটাকে খুঁজে বের করেন। ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী, সনি ও কটা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। কিন্তু, এই দাবির বিপরীতে আটককৃতরা বলেছেন যে, তারা কোনো ঘটনার সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র মারের চোটে স্বীকারোক্তি দিয়েছেন।
থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানিয়েছেন, ৫ আগস্ট এমন কোনো ঘটনার অভিযোগ তার কাছে আসেনি এবং কোনো অভিভাবকও এ বিষয়ে কিছু জানাননি। বর্তমানে, আহত অবস্থায় আটক দুই তরুণকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রাত ১০টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি আরও জানান, অভিযোগ আসলে তদন্ত করা হবে, না এলে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে।