ঢাকায় স্বস্তির বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা

ছবি: সংগৃহীত

শুক্রবার নেত্রকোনা ও আশুগঞ্জে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল, যা মানুষের জন্য ছিল বেশ অস্বস্তিকর।

তবে শনিবার সকালে রাজধানী ঢাকায় স্বস্তি এনে দেয় হালকা বৃষ্টি। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  সূত্র: যুগান্তর /স/হ/ন ২১/০৯/২০২৪

Related Articles