বুবলী নিয়ে নতুন সিনেমার গুঞ্জন: 'নীল টিপ' নিয়ে রহস্য অব্যাহত
- by Maria Sultana
- September 16, 2024
- 144 views
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি বন্যার্তদের সহযোগিতায় নোয়াখালীতে গিয়েছিলেন, কিন্তু সিনেমা জগতে বেশ কিছুদিন ধরেই তার কোনো আপডেট নেই। সর্বশেষ তাকে ‘রিভেঞ্জ’ সিনেমায় দেখা গিয়েছিল, যা তেমন সাফল্য অর্জন করতে পারেনি। এর ফলে পরপর দুটি সিনেমা ‘বিট্রে’ এবং ‘মায়া দ্য লাভ-২’ হাতছাড়া হয়ে যায় তার।
তবে সম্প্রতি একটি নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। মিডিয়ায় গুঞ্জন রয়েছে যে, বুবলী ‘নীল টিপ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদি হাসান এবং প্রযোজক আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল। তারা ‘শেষ বাজি’ নামে একটি সিনেমাও বানিয়েছেন যা চলতি বছর মুক্তি পেয়ে ফ্লপ হয়েছে। এখন তারা বুবলীকে নিয়ে নতুন করে বাজি ধরতে যাচ্ছেন।
পরিচালক মেহেদি হাসান জানান, বুবলীর সঙ্গে সিনেমার ব্যাপারে আলোচনা হয়েছে এবং তিনি গল্প পছন্দ করেছেন। তবে বুবলী নিজে বলেন, ‘নীল টিপ’ সিনেমার নামের বিষয়ে তিনি কিছু জানেন না। তার মতে, সিনেমার নাম এখনো ঠিক হয়নি এবং তিনি যদি এই সিনেমার অংশ হন, তাহলে শুটিংয়ের পরিকল্পনা হলে নিজেই সবকিছু জানাবেন।
এছাড়া, বুবলী অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে—‘জংলি’ (সিয়ামের বিপরীতে), ‘তুমি যেখানে আমি সেখানে’ (জিয়াউল রোশানের বিপরীতে) এবং ভারতের কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/০৯/২০২৪