রাশিয়ার কঠিন শর্ত, শর্ত পূরণে বাংলাদেশের অক্ষমতা
- by Maria Sultana
- September 16, 2024
- 156 views
ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছে, কিন্তু এতে কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে যা বাংলাদেশ পূরণ করতে পারছে না। বর্তমানে, চীনের কাছে ঋণ পরিশোধের সময় বৃদ্ধি ও সুদের হার কমানোর আবেদন করেছে বাংলাদেশ, কারণ অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছে দেশটি।
রাশিয়া মে মাসে জানিয়েছে যে, রূপপুর প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত এক বছর বাড়ানো সম্ভব হবে, তবে এর জন্য বকেয়া ঋণ ও সুদের অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু গত দুই বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ডলারে রাশিয়ার পাওনা অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। এক্সচেঞ্জ নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ ব্যাংক ডলার ছাড়া অন্য মুদ্রায় অর্থ পরিশোধের অনুমতি দেয়নি, ফলে প্রকল্পের ঋণ পরিশোধ আটকে গেছে।
প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নেওয়া ৫০ কোটি ডলারের ঋণ ও সুদ পরিশোধের কিস্তি বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মোট ব্যয় এক লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে রাশিয়ার ঋণ ৯১ হাজার ৪০ কোটি টাকা এবং সরকারি তহবিল ২২ হাজার ৫২ কোটি টাকা। প্রকল্পের বাস্তবায়ন জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৬৯ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৬৬ শতাংশ হয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/০৯/২০২৪