সাকিব আল হাসান ২৫০ উইকেটের মাইলফলকের কাছে
- by Maria Sultana
- September 17, 2024
- 86 views
ছবি: সংগৃহীত
ক্রিকেটের জগতে বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। প্রায় ১৮ বছর ধরে লাল-সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি এবং এই সময়ে বিশ্ব ক্রিকেটে বহু রেকর্ড অর্জন করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর, সাকিব বাঁহাতি স্পিনারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে গেছেন, নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে গেছেন।
যদিও বল হাতে সাকিব সফল, তবে ব্যাটিংয়ে তার রানের খরা চলছে। পাকিস্তান টেস্ট শেষ করে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলেই ৯ উইকেট শিকার করেছেন। ভারত সিরিজেও তিনি বল হাতে ২৫০ উইকেটের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কেবল চারজন ক্রিকেটারই টেস্টে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন। সাকিব সেই এলিট ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ইতোমধ্যে ৪ হাজার ৫৪৩ রান করেছেন এবং ২৫০ উইকেটের জন্য ৮টি উইকেট প্রয়োজন।
সাকিবের আগে এই কীর্তি অর্জন করেছেন ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। রানের তালিকায় শীর্ষে রয়েছেন ক্যালিস, যিনি ১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান ও ২৯২ উইকেট শিকার করেছেন। কপিল দেব দ্বিতীয় স্থানে, ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়ে। তৃতীয় স্থানে বোথাম, যিনি ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেট শিকার করেছেন। চতুর্থ স্থানে ভেট্টরি, যিনি ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেট নিয়েছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/০৯/২০২৪