রমেক হাসপাতালে সিন্ডিকেটের দৌরাত্ম্য, পরিচালকের বদলির দাবি

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির আবাসিক ভবনগুলো দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা আশিকুর রহমান নয়নের নেতৃত্বাধীন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট ১৫০টি কোয়াটারের মধ্যে ৮৮টি থেকে মাসিক সাড়ে পাঁচ লাখ টাকা চাঁদা সংগ্রহ করছে, যা হাসপাতাল পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট নেতাদের মধ্যে ভাগাভাগি হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাফরুল হোসেন জানিয়েছেন, তিনি সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন এবং বদলির জন্য আকুতি জানিয়েছেন।

প্রায় ১০ বছর ধরে এসব ভবনে অবৈধভাবে কর্মচারী ও বহিরাগতরা বসবাস করছে, ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায় ৬ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। উপ-পরিচালক জানিয়েছেন, গত মাসে ৩০টি কোয়াটার বৈধভাবে বরাদ্দ দেওয়া হলেও, কোয়াটারগুলোর বেশিরভাগই ভাড়া পরিশোধ করে না।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এসব কোয়াটারে এসি, হিটারসহ বিভিন্ন বিলাসী যন্ত্রপাতি ব্যবহার করা হলেও পৃথক বিদ্যুতের মিটার নেই, এবং মূল বিদ্যুৎ সংযোগ থেকে সরাসরি বিদ্যুৎ নেওয়া হচ্ছে। ১০ বছরে হাসপাতালকে সাড়ে ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে।

এছাড়া হাসপাতালের নির্মাণাধীন ভবনগুলোর কাজেও সিন্ডিকেট জড়িত। ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সুযোগ দিয়ে তারা ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, যার জন্য ৩০ লাখ টাকা অতিরিক্ত বিল গুণতে হয়েছে।

আশিকুর রহমান নয়নের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পরিচালকের মতে, "যেখানে হাত দিই, সেখানেই সিন্ডিকেট। আমি চাই এই অবস্থার মধ্যে থেকে আমাকে বদলি করা হোক, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।" সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles