কালিয়াকৈরে রেলগেইটের পাশে অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের রেলগেইটের পাশে রাইহানুল ইসলাম আরাফ (৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয়রা রেলগেইটের পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আরাফ টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া গ্রামের খন্দকার রাসেলের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আরাফকে গত ৯ অক্টোবর সাঙ্গাপাড়া গ্রাম থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার পরিবার গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে, যার নম্বর-০৩।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।” সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles