জিম্মি মুক্তি না হলে ভয়াবহ পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি অভিষিক্ত হতে যাচ্ছেন। এর আগেই তিনি হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন, যদি তার অভিষেক অনুষ্ঠানের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে।

২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে নিষ্ঠুরভাবে এবং বিশ্ববাসীর ইচ্ছার বিরুদ্ধে যাদের বন্দি রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য সবাই কথা বলছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমার অভিষেকের আগে যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে, যা তার ইতিহাসে কখনও ঘটেনি।” তিনি আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধে জড়িত সবাইকে নরকে পাঠানো হবে।”

এর আগে, ২৯ নভেম্বর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চান এবং অভিষেকের আগেই জিম্মি সংকট সমাধানে অঙ্গীকারবদ্ধ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৪২ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এই অভিযান চলমান অবস্থায় প্রায় সাড়ে ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষাধিক আহত হয়েছেন। গত বছরের নভেম্বরের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাস ১০৭ জন জিম্মিকে মুক্তি দিলেও বর্তমানে ১০১ জন ইসরায়েলি বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন করে উত্তেজিত করার সম্ভাবনা সৃষ্টি করেছে। সূত্র: সমকাল /স/হ/ন ০৩/১২/২০২৪

Related Articles