অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৩ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মাগুরার শ্রীপুরের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), এক কিশোরী (১৪), এবং শালিখার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে মানব পাচারকারী রূপন সরকার (২২) তাদেরকে সীমান্ত অতিক্রম করাতে সহায়তা করছিলেন। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে, কিন্তু রূপন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১০/২০২৪

Related Articles