আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে ৬০ বিজিবি আখাউড়া বিওপির টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করেন।

আটককৃতরা হলেন—ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা মো. মুন্না মিয়া (২৪) এবং সোহাগ মিয়া (২১)।

আখাউড়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, তারা ত্রিপুরা সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলার গ্রাম্যবাজারে ঘোরাঘুরি করছিল।

আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১২/১০/২০২৪

Related Articles