ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গে সতর্কতা ও স্কুল বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই রাজ্যে ত্রাণ শিবিরও প্রস্তুত রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে ট্রেন বাতিলসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৩/১০/২০২৪

Related Articles