উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কতা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
- by Maria Sultana
- October 3, 2024
- 82 views
ছবি: সংগৃহীত
উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ জানিয়েছেন, উপকূলীয় নদীতে প্রচণ্ড রোলিং থাকার ফলে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরার নৌপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
মধ্য আশ্বিনের এই ভারী বৃষ্টিতে ঢাকার জিগাতলা, ধানমন্ডি, আরামবাগ, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়, যা পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে, যার ফলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে, এবং সারা দেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৩/১০/২০২৪