ইরানের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ জাগরোস উন্মোচন
- by Maria Sultana
- January 15, 2025
- 71 views
ছবি: সংগৃহীত
ইরান সম্প্রতি তাদের প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করেছে, যা দেশটির সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, জাগরোস নামের এই জাহাজটি নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক এই জাহাজে ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর, সাইবার ও গোয়েন্দা প্রযুক্তির সমন্বয় রয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, জাগরোস গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি চালিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।
জাহাজটির উদ্বোধন এমন এক সময়ে হলো, যখন ইরান তাদের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্বে একটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করছে। এই মহড়া, যা মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে, দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করাকে উদ্দেশ্য করে।
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এখনও বিদ্যমান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে কঠোর নিষেধাজ্ঞার শিকার হয়। এছাড়া, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানি ড্রোন হামলায় নিহত হওয়ার ঘটনাও বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিকল্প পন্থাগুলো পর্যালোচনা করেছেন। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই।
তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মতে, ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা অর্জনকারী একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী দেশ। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে, যা তাদের পরমাণু সক্ষমতা আরও বাড়িয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান দুর্বল হয়নি বরং তারা তাদের স্বার্থ রক্ষায় অটল রয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগকে পূর্বনির্ধারিত অজুহাত হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৫/০১/২০২৫