”তোমার ঘর তোমার অপেক্ষায়’তোমার মানুষেরা তোমার অপেক্ষায়’ নেইমারের পোস্টের উত্তরে সান্তোস”

ছবি: সংগৃহীত

কদিন পরই ৩৩-এ পা দিতে যাচ্ছেন নেইমার। বয়সটা সেই অর্থে আহামরি নয়। তবে এরই মধ্যে বুঝে গেছেন জীবনের কঠিন বাস্তবতা। ব্রাজিলের সান্তোস থেকে উঠে এসে গোটা বিশ্বে দাপিয়ে বেড়ালেও শেষ বেলায় কদর কমেছে তার। তাই একরকম বাধ্য হয়েই শেকড়ে ফিরতে হচ্ছে নেইমারকে।  

এতদিন নেইমারের সান্তোসে ফেরার সংবাদটি গুঞ্জন হিসেবে থাকলেও; এবার নেইমার নিজেই জানিয়েছেন বিষয়টি সত্য। জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষেই আপন ঠিকানায় ফিরে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোসে কাটানো অতীতের বিভিন্ন ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি

নেইমারের সেই পোস্টের উত্তর দিয়েছে সান্তোস। ক্লাবটি তাদের এক্স হ্যান্ডলে সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছে, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’ 

🚨ব্রেকিং:- নেইমার জুনিয়র ১৮ নভেম্বর ব্রাসিলেইরাও সিরি-বি লীগের সান্তোস  বনাম সি.আর.বি ম্যাচ দেখতে অংশ নেবেন!😌😇 সান্তোস 🆚 সি.আর.বি মধ্যকার ...

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করে নেইমারকে নতুন করে সমর্থকদের সামনে আনবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি। 

এর আগে, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। পরবর্তীতে ২০১৩ সালে বার্সেলোনায় যোগদান করেন নেইমার। রাতারাতি তারকা খ্যাতি পান। এরপর ২০১৭ সালে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে নাম লেখান। সেখানে লম্বা সময় কাটিয়ে নাম লেখান সৌদি ক্লাব আল হিলালে।

তবে সৌদি যাত্রাটা সুখকর হয়নি নেইমারের। বেশিরভাগ সময় চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। যে কারণে নেইমারকে নিয়ে নতুন করে আর আগ্রহ দেখায়নি সৌদি। তাছাড়া চোটপ্রবণ নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপীয় ক্লাবগুলোরও। তাই একরকম বাধ্য হয়ে সান্তোসে ফিরতে হচ্ছে নেইমারকে।

এদিকে আগামী বছর মাঠে গড়াবে বিশ্বকাপ। হয়তো এটাই নেইমারের শেষ বিশ্বকাপ। যে কারণে শেষটা রাঙাতে চান তিনিও। তাই দ্রুতই ম্যাচ খেলে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে চান তিনি।

যা নিয়ে নেইমার বলেন, ‘এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন। একমাত্র সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন।’

সান্তোসে নেইমারের পারিশ্রমিক কেমন হবে সে সম্পর্কে পরিষ্কার কিছু না জানালেও ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবেন নেইমার। মাসিক বেতন পাবেন। আর এটা দেওয়া হবে, তার মাধ্যমে সান্তোস যে পরিমাণ আয় করবে, সেই খাত থেকে। সূত্র: যুগান্তর/ স/হ/ন 31/01/2025 

Related Articles